ভারতীয় ধনকুবের গৌতম আদানির করপোরেট সাম্রাজ্যে হঠাৎ পতনের সুর উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যমতে, প্রতিদিন কোটি কোটি ডলারের বাজারমূল্য হারাচ্ছে আদানি গ্রুপ। এ অবস্থার একটিই কারণ, দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রতিষ্ঠানটির প্রধান গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগে মামলা ও হুলিয়া জারি করে। এরপর থেকেই পতন শুরু। এখন আদানির কাছ থেকে দূরে সরে যাচ্ছে এশিয়া, আফ্রিকাসহ অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশ।
আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই কেনিয়ার প্রেসিডেন্ট আদানির কোম্পানির সঙ্গে নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের বিদ্যুৎ গ্রিড সংস্কারের আকর্ষণীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কয়েক দিন পর ইউরোপের বৃহৎ জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস ঘোষণা দেয়, তারা আর আদানির প্রকল্পে বিনিয়োগ করবে না। এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কা যেখানে ভারত ও চীন প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত আদানির সঙ্গে তাদের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনা করছে। এক দশক ধরে বিশ্বব্যাপী ভারতের নেতৃত্বাধীন বিভিন্ন উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে আদানি গ্রুপ। শিল্পগোষ্ঠীটি ভারতে বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, খনি, বিমানবন্দর, এমনকি একটি টিভি চ্যানেলেরও মালিক। বাজারমূল্যে ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি। বড় বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ, অর্থায়ন ও পরিচালনা করার সক্ষমতা আদানিকে ভারতের করপোরেট আইকনে পরিণত করেছে। -নিউইয়র্ক টাইমস