বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, বহিরাগতরা শিল্প কারখানায় হামলা চালিয়েই যাচ্ছে। মঙ্গলবার বিকালেও কয়েকটি কারখানায় হামলা করেছে। ঢিল ছুড়েছে, প্রধান ফটক ভাঙচুর করেছে।
গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সকালে শিল্প এলাকার পরিস্থিতি ভালোই ছিল। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিকাল ৪টার দিকে কারখানা ছুটির পর আবারও হামলা চালায় বহিরাগতরা। আইনশৃঙ্খলা বাহিনী শিল্প এলাকা ত্যাগ করার পর হামলা করেছে। দু-একটি কারখানায় ঢিল মেরেছে। সঙ্গে সঙ্গে সব কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেন সম্পূর্ণ সহায়তা করেন সেজন্য আমরা কথা বলেছি। প্রশাসনের সহায়তায় কারখানা চালু রাখার চেষ্টা করা হচ্ছে।