কুষ্টিয়ার-রাজবাড়ী মহাসড়কের খোকসায় মসজিদের মক্তব থেকে ফেরার পথে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় দুই বোনসহ চার কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টা ১৫ মিনিটের দিকে খোকসার কুঠিপাড়ায় ঘটনাটি ঘটে। এ সময় ওই দলে থাকা আরও একজন আহত হয়েছে।
নিহতরা হলো- খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), হেলাল শেখের মেয়ে যূথী খাতুন (১২), পালন শেখের মেয়ে সাদিয়া (১২) ও তানজিলা (১১)। এরা স্থানীয় পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও সপ্তম শ্রেণির ছাত্রী। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে ওই গ্রামেরই আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)। ফাতেমা পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো পাঁচ কিশোরী সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের মক্তবে কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছিল। ফেরার পথে কুঠিপাড়ায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। একজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করে বলে জানান হাসপাতালের ডাক্তার শাহিনা খানম। আহত বাকি তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় স্থানীয়রা জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে গাড়িচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। শিক্ষার্থীদের চাপা দেওয়া মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। এতে থাকা চালকসহ পাঁচজন পালিয়ে গেছেন। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া না হলে পুলিশই মামলা করবে।
এদিকে, নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, রাউজান উপজেলায় দুটি পৃথক ঘটনায় নুরুল আবছার (৬৫) নামে এক বৃদ্ধ ও মঈনুদ্দিন আহমদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মঈনুদ্দিন রাউজানের হলদিয়া এলাকার জিলহজ উদ্দিনের ছেলে।
আবছার রাউজান পৌরসভার দক্ষিণ গহিরার শাহ আলম মুন্সি বাড়ির প্রয়াত আনসুর আলীর ছেলে।
নিজস্ব প্রতিবেদক সিলেট জানান, সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির পাশে এ দুর্ঘটনা ঘটে। রফিয়া বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ট্রাকের ধাক্কায় নূর আলম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে বিরামপুর উপজেলার বিজুল বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নূর আলম (৪০) বিরামপুরের বিজুল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।