ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে তুমুল উত্তেজনা চলছে গোটা মধ্যপ্রাচ্যে। হামলার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল মরিয়া হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ইসরায়েলও হামলা করে বসবে। তবে ইসরায়েল যদি ইরানের কোনো অবকাঠামোতে আঘাত হানে তাহলে আরও শক্তিশালী পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। ইসরায়েল এ হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। এদিকে লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘আমরা ওই জায়নবাদী সরকারকে (ইসরায়েল) ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) স্থিরসংকল্পের পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিচ্ছি।’ তিনি বলেন, ‘জায়নবাদী দেশটির (ইসরায়েল) ভিতরের কোন ধরনের লক্ষ্যস্থলগুলো আমাদের আওতার মধ্যে আছে শত্রুরা তা জানে।’ পাল্টা হামলার প্রস্তুতি নিতে থাকা ইসরায়েল ইরানের তেল অবকাঠামোগুলোতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই নিয়ে উদ্বেগের মধ্যে রবিবার ইরানের তেলমন্ত্রী দেশটির প্রধান রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপ পরিদর্শনে যান। সেখানে তিনি ইরানের নৌবাহিনীর এক কমান্ডারের সঙ্গে কথা বলেন বলে রয়টার্স জানিয়েছে। সোমবার নিউইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নয় বরং ইসলামিক প্রজাতন্ত্রটির রেভল্যুশনারি গার্ড কোরের সামরিক ঘাঁটি ও গোয়েন্দা স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্য শীর্ষ কর্মকর্তাদের ধারণা, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা ব্যর্থ হতে পারে আর আক্রমণ নিষ্ফল হওয়া সত্ত্বেও তা ‘পুরো অঞ্চলজুড়ে পূর্ণ মাত্রার যুদ্ধের উসকানির কারণ হতে পারে’।
লেবাননের আশ্রয় কেন্দ্রে বাংলাদেশিরা, দেশে ফিরতে আগ্রহীদের তালিকা হচ্ছে : লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। তাদের সব ধরনের সহায়তা করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে লেবানন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, লেবানন থেকে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন যুদ্ধকবলিত এলাকা থেকে আরেকটু উত্তরে সরে যান। আমরা আইওএমকে বলেছি, একটা ফ্লাইটের ব্যবস্থা করতে। তারা সেটা করবে। তবে সমস্যা হলো বৈরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করা রিস্কি। সে কারণে বিকল্প পথে ফ্লাই করা যায় কি না, সে চেষ্টাও করছি। দূতাবাস সূত্রে জানা যায়, হাজার খানেকের বেশি বাংলাদেশি দেশে ফেরত আসতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাসের হটলাইন, হেল্পলাইন ছাড়াও লেবাননে থাকা বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে এসব বাংলাদেশি দেশে ফেরার বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। লেবাননের পরিস্থিতি যত খারাপ হতে থাকবে দেশে আসতে চাওয়া বাংলাদেশিদের সংখ্যা তত বাড়তে থাকবে বলে ধারণা করছেন দূতাবাস সংশ্লিষ্টরা। দূতাবাস সংশ্লিষ্টরা জানান, লেবাননের অর্থনৈতিক সংকটের কারণে অনেক বাংলাদেশি কর্মী দেশটি ছেড়ে গেছেন। বর্তমানে দেশটিতে ৭০-৮০ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। তবে তাদের বেশির ভাগই অবৈধ কর্মী।
লেবাননে যুদ্ধবিরতির পক্ষে হিজবুল্লাহ : ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির জন্য কাজ করছেন লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি। হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত এই নেতার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন দিয়েছেন গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা নাঈম কাসেম। গতকাল ৩০ মিনিটের এক টেলিভিশন বার্তায় যুদ্ধবিরতি প্রসঙ্গে এই হিজবুল্লাহ নেতা বলেন, ‘যুদ্ধবিরতির জন্য বেরির নেতৃত্বে যে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা তাতে সমর্থন জানাই।’
ইসরায়েলকে লক্ষ্য করে এক দিনে ১৭৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ : উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট।
► বৈধ কাগজ নেই নারী কর্মীদের, অনিশ্চিত দেশে ফেরা