হঠাৎ অসুস্থ বোধ করায় রিমান্ডে থাকা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে শারীরিক তেমন কোনো সমস্যা না থাকায় হাসপাতাল থেকে আবার তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ পাহারায় তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নুরুল ইসলাম সুজন অসুস্থ বোধ করায় তাকে চেকআপের জন্য নিয়ে আসা হয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসা দেয়া হয়। তার শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি ভালো আছেন। পরে বিকাল পৌনে ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম সুজন পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত