২২ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘পুলিশের পদোন্নতিতে ঘটে ভয়াবহ দুর্নীতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন পুলিশের ৯১ ব্যাচের কর্মকর্তারা। লিখিত বক্তব্যে তারা বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় হওয়ার পরও তৎকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই ১৯৯১ অজ্ঞাত কারণে তাদের নিয়োগটি বাতিল করে দেয়। ১৯৯৬ সালে সে সময়ের সরকারের দৃষ্টি আকর্ষণ করলে পরের বছর তাদের চূড়ান্ত নিয়োগ দেয় এবং ১৯৯১ সালের উন্মুক্ত বিজ্ঞপ্তির ভিত্তিতে তাদের জ্যেষ্ঠতা প্রদান করেন। ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমদের সরকারের অধীনে তাদের শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা হয়।
তারা বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ হয়। পরবর্তী সরকার অজ্ঞাত কারণে নিয়োগটি বাতিল করে দেয়। পরবর্তীতে জনপ্রশাসন বিধিমালা অনুসরণ করে চাকরিতে যোগদান এবং যে জ্যেষ্ঠতা প্রদান করেন তাহা আইনসঙ্গত।