বরিশালের উজিরপুরে নারীকে ধর্ষণ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পুরুষাঙ্গে জখম নিয়ে আটক হয়েছে বখাটে তরুণ। গতকাল ভোররাতে উপজেলার সানুহার গ্রামে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। আটক শাওন আকন (২৫) সানুহার গ্রামের মোজাম্মেল আকনের ছেলে।
ওসি জানান, সানুহার বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় একা বাস করেন পঞ্চাশোর্ধ্ব এক নারী। ওই নারীকে প্রায়ই রাতে গিয়ে উত্ত্যক্ত করত শাওন। ঘটনার দিন রাত ৩টার দিকে ওই নারীকে গিয়ে উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে দরজা ফাঁকা দিয়ে ওই নারীকে নিজের পুরুষাঙ্গ প্রদর্শন করে।
তখন ওই নারী বঁটি দিয়ে আঘাত করে। এতে পুরুষাঙ্গ মারাত্মক জখম হয়েছে। স্থানীয়রা টের পেয়ে বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ওসি বলেন, নিজের দোষ স্বীকার করেছে বখাটে শাওন।