অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, ফ্যাসিস্ট সরকারের মতো কাউকে নিষিদ্ধ করতে পারি না। আইনি উপায়ে সঠিক পন্থা অবলম্বনের মাধ্যমেই ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রত্যাশা রাখি আইনি উপায়েই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারব। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, জাসদের কিছু নেতা, গণজাগরণ মঞ্চের একটা অংশ, সিপি গ্যাং নামে ছাত্রলীগের একটা প্রতিষ্ঠান ও চেতনাধারী লীগের কিছু নেতা আমাদের ৯ জনের ছবি বিছিয়ে ক্রসচিহ্ন দিয়ে শহীদ মিনারে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই নয়জনের মধ্যে আমি, ফরহাদ মাজহার, প্রয়াত মাহফুজ উল্লাহ ভাই, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, গোলাম মর্তুজা ও ড. তুহিন মালিক ছিলেন। জাসদ এবং গণজাগরণ মঞ্চের কিছু নেতা ব্লগে লিখে দিতেন টকশো করে ফেরার পথে পেটানো হবে। টেলিফোন আসত যে, টকশো করতে ফুলার রোড থেকে বের হতে গেলে গুলি করা হবে। এমন অনেক ভয় দেখানো হতো কিন্তু আমরা সাহস হারাইনি। টকশোয় অনেকে ব্যক্তিগত আক্রমণ করতেন, আজেবাজে কথা বলতেন, গালাগাল করতেন। তিনি বলেন, পিয়াস ভাই যখনই দেখতেন ফ্যাসিস্ট সরকার বেকায়দায় পড়ে গেছে তখন তিনি শিশুর মতো খুশি হয়ে যেতেন, আনন্দে উত্তেজিত হতেন।