আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি। ইনজুরির কারণে বিশ্রামে আছেন তিনি। অ্যাঞ্জেল ডি মারিয়া বিদায় নিয়েছেন গত জুলাই মাসে, কোপা আমেরিকা জয় করে। মেসি ও ডি মারিয়াহীন আর্জেন্টিনাকে নিয়ে সমর্থকদের দুশ্চিন্তা কম ছিল না। তবে সেসব উড়িয়ে দিলেন দিবালা-আলভারেজরা। গতকাল সকালে বুয়েন্স আয়ার্সে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচ শেষে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি হাতে দর্শকদের অভিবাদ গ্রহণ করেন পাওলো দিবালারা। গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে সেই জয়ের উদযাপনও করে নিল আলবেসিলেস্তরা।
লিওনেল মেসি ইনজুরিতে থাকায় তার ১০ নম্বর জার্সি কে পরতে পারে তাই নিয়ে প্রশ্ন কম হয়নি। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ পাওলো দিবালার নাম জানান। ইতালিয়ান ক্লাবে রোমাতে খেলা এ তারকা ফুটবলার জার্সির মান রাখলেন। মেসির জার্সি গায়ে জড়িয়ে খেলার চাপ সামলানোর পাশাপাশি গোলও করলেন। ম্যাচের যোগ করা সময়ে গ্যারানচোর পাসে বল পেয়ে গোল করেন দিবালা। এর আগে জুলিয়ান আলভারেজ এবং ম্যাক অ্যালিস্টার আলবেসিলেস্তদের ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের ৪৮ মিনিটে আলভারেজের পাসে বল পেয়ে প্রথম গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। এরপর ৮৪ মিনিটে লো সেলসোর পাসে বল পেয়ে গোল করেন আলভারেজ। বাছাইপর্বের এ ম্যাচ জিতে শীর্ষস্থানেই থাকল আর্জেন্টিনা। ৭ ম্যাচ খেলে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা উরুগুয়ে ১৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
এদিকে গতকাল লাতিন অঞ্চলের বাছাইপর্বে জয় পেয়েছে বলিভিয়াও। তারা নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়েছে। বলিভিয়ার পক্ষে একটি করে গোল করেন র্যামিরো ভাকা, আলগারানাজ, টেরসেরোস ও মন্টেইরো। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছে বলিভিয়া। ভেনেজুয়েলা ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে।