বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

রোমের সৌর পঞ্জিকা

রোমের সৌর পঞ্জিকা

সৌর বছরের হিসাব-নিকাশ করে বানানো ক্যালেন্ডারগুলোর মধ্যে আলোচিত রোমের সৌর পঞ্জিকা। রোমের প্রাচীন বর্ষপঞ্জির সামান্য পরিমার্জন করে জুলিয়াস সিজার এই সৌর পঞ্জিকা তৈরি করেন। এই ক্যালেন্ডারটি তৈরি করা হয় যিশুখ্রিস্ট জন্মের ৪৬ বছর আগের কথা। এই পঞ্জিকাটিকে আদর্শ হিসেবে গ্রহণ করে এই পঞ্জিকাটি তৈরি করা হয়। খ্রিস্টপূর্ব ৪২ সালে রোমান সিনেটে ১২ মাসের এই পঞ্জিকা (জুলিয়ান ক্যালেন্ডার) সরকারি স্বীকৃতি পায়। জুলিয়ার ক্যালেন্ডার প্রতিষ্ঠা পেতে বেশ বেগ পেতে হয়। তখন যে পঞ্জিকাগুলো প্রচলিত ছিল তার মধ্যে সৌর বর্ষ গণনায় তৈরি এই পঞ্জিকাটি ছিল সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত। এই পঞ্জিকায় ছিল ৩৬৫ দিন। 'লিপ ইয়ার' হিসেবে ৪ বছর অন্তর অন্তর একদিন বাড়তি। 'ভার্নার ইকুইনক্স ছিল' ২৫ মার্চ। এক বছরের চেয়েও বেশি ছিল জুলিয়ান বছর। তখন সেটাই ছিল মূল নববর্ষ।

 

সর্বশেষ খবর