২৫ অক্টোবর, ২০২১ ১৮:০২

আগাম জাতের আলু চাষে ব্যস্ত চাষিরা

দিনাজপুর প্রতিনিধি

আগাম জাতের আলু চাষে ব্যস্ত চাষিরা

আগাম জাতের আলু চাষে ব্যস্ত চাষিরা।

বেশি লাভের আশায় দিনাজপুরের কাহারোল, বীরগঞ্জ, খানসামাসহ বিভিন্ন উপজেলার অনেক কৃষক আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। কোনো কোনো স্থানে গত কয়েকদিনের বৃষ্টিতে চাষের সমস্যা করলেও কৃষক আগাম জাতের আলু রোপণ শুরু করেছেন।

কৃষকরা জানায়, এখন বাজারে আলু বীজের দাম কম আছে। তাই আগাম জাতের আলু চাষ চলতি মৌসুমে বেশি হবে বলে মনে করেন তারা। আবার আগাম জাতের আলু চাষ করে আলুর ভাল দামও পাওয়া যায়। এতে কৃষক লাভবান হতে পারেন। এ কারণে মাঠে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক।

কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের আলু চাষি মো. আব্দুল জলিল জানান, এবার তিনি ৩ একর জমিতে আগাম জাতের আলু আবাদ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনও হবে বলে আশা করেন।

এ ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো, সাদেক সাংবাদিকদের বলেন, বাজারে আলু বীজের দাম কম রয়েছে। আগাম জাতের আলু আবাদের জন্য কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। চলতি মৌসমে এবার আগাম জাতের আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫০ হেক্টর জমিতে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর