২২ জুন, ২০২২ ১৪:৫৩

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত সম্প্রসারণ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত সম্প্রসারণ বিষয়ক সেমিনার

বরিশালে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহের সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার বাবুগঞ্জের রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে নিজস্ব হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। 

আয়োজক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।  

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। সেমিনারে ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, বরিশাল অঞ্চলের ভূ-প্রকৃতিগত ভিন্নতার কারণে ফসলের যথোপযুক্ত জাত নির্বাচন করা চ্যালেঞ্জ। বিনা উদ্ভাবিত ফসলের ১২২টি জাতের মধ্যে অনেকগুলো বরিশাল অঞ্চলে চাষ উপযোগী। এর মধ্যে ধান হিসেবে  বিনা ধান-১০, বিনা ধান-১৭, বিনা ধান-২০, বিনা ধান-২৩ অন্যতম। ডাল ফসলের ক্ষেত্রে বিনা মুগ-৮, বিনা মুগ-৯, বিনা মুগ-১০ এবং তেল ফসলের মধ্যে বিনা সরিষা-৪, বিনা সরিষা-৯, বিনা সরিষা-১০, বিনা সরিষা-১১ বেশ উপযোগী। শুধু ভালো জাত নয়, এর পাশাপাশি সার প্রয়োগ, পরিচর্যা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা বিষয়ে কৃষকদের জানা জরুরী। তাহলেই আশানুরূপ ফলন পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর