৩১ মার্চ, ২০২৩ ২০:৪০

নালিতাবাড়ীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাঁচায় বন্দী একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। ৩০ মার্চ বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার নাকুগাঁও এলাকা থেকে ওই লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যার পর বনে প্রাণীটিকে অবমুক্ত করে বনবিভাগ।

বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকুগাঁও এলাকার স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়ির একটি গাছে লজ্জাবতী বানরটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তিনি বানরটিকে ধরে এনে বাড়িতে খাচায় বন্দী করে রাখেন। পরে কেউ একজন জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা নাকুগাও স্থলবন্দরের চারআলী বাজার থেকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, লজ্জাবতী বানর লাজুক বানর নামেও পরিচিত। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই প্রাণীটিকে উদ্ধার করে মধুটিলা-ইকোপার্কে এনে পর্যবেক্ষণে রাখা হয়। প্রাণীটি বর্তমানে সুস্থতা নিশ্চিত করে আজ শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যার পর হাতিপাগার নাকুগাঁও বনে অবমুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর