৩০ মে, ২০২৩ ২১:২২

বরগুনায় কৃষাণীদের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি

বরগুনায় কৃষাণীদের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন প্রশিক্ষণ

বরগুনার পাথরঘাটায় জৈব সার প্রস্তুত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামের কমিউনিটি ক্লাইমেন্ট রেজিলিয়েন্স সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সিসিডিবি- এনগেজ প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল কৃষি উন্নযন বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, সিসিডিবির প্রোগ্রাম অফিসার ফাতেমা আক্তার রিয়া, প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার অভিজিৎ মজুমদার রতন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, কমিউনিটি ক্লাইমেন্ট রেজিলিয়েন্স সেন্টারের সভাপতি আবদুর রহিম প্রমুখ। তিনদিন এ প্রশিক্ষণে অর্ধশত কৃষাণী অংশ নেয়। পরে প্রশিক্ষণার্থীদের ১০ ধরনের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর