নদীতে সাঁতার কেটে পাড়ে আসা একটি পূর্ণ বয়স্ক সজারু ধরা পড়ে স্থানীয়দের হাতে। পানি থেকে নদীর পাড়ে উঠে এলে সজারুটি অসুস্থ হয়ে পরে। এসময় নদীর পাড়ে থাকা কয়েকজন ব্যক্তি সজারুটি ধরে বেঁধে নিয়ে আসে।
মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল নয়াবাজার এলাকায় বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে প্রাণীটি ধরা পড়ে। প্রাণীটির ওজন প্রায় ৩/৪ কেজির মতো হবে বলে ধারনা করা হয়। সজারু দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
এলাকাবাসী জানান, 'বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবচরের উৎরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে সাঁতার কেটে উৎরাইল পাড়ে এসে উঠে সজারুটি। পরে অনেকটা দুর্বল হয়ে পরলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সজারুটি ধরে বেঁধে ফেলে। পরে নদের পাড়ে দোকানের সামনে নিয়ে এলে লোকজন ভীড় করে সজারু দেখতে। বেশ কিছুক্ষণ পর নদের পাড়ের ঝোপঝাড়ের কাছে সজারুটি অবমুক্ত করে দেন তারা। নদের পাড়ে কাশবনসহ উৎরাইল নয়াবাজার সংলগ্ন এলাকায় সজারুর বিচরণ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় দোকানদার মো. শামীম হোসেন বলেন, 'নদীর পার থেকে সজারুটি ধরে নিয়ে আসে এলাকার ২/৩ জন লোক। এখানে কিছুক্ষণ বেঁধে রাখা হয়। কিছুটা সুস্থ হলে নদীর পাড়ের কাশবনের কাছে ছেড়ে দেয়। তাছাড়া এই এলাকায় প্রায়ই সজারুর দেখা মেলে। রাতে দল বেঁধে সজারু খাবারের সন্ধানে বের হয়। আমাদের বাড়ির কচুগাছ খেয়ে সাবার করে ফেলেছে।'
তিনি আরও বলেন, 'প্রায় সজারুর কাঁটা পড়ে থাকতে দেখি বাড়ির আনাচে-কানাচে। রাস্তাঘাটে। দিনে কখনো দেখা যায় না।'
জানা গেছে, তীক্ষ দন্ত এবং সমস্ত শরীরে কাঁটাযুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী এই সজারু। যা বর্তমানে বিলুপ্ত প্রায় হিসেবে গণ্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন