১৬ মার্চ, ২০১৯ ১৯:২৫

পাবনায় নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনা প্রতিনিধি

পাবনায় নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে।  আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। 

শনিবার সকালে পাবনা মানব কল্যাণ ট্রাস্টের এতিমদের সাথে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের পরিচালনায় ও পাবনা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধূরী। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পদার্পণে শুভেচ্ছা বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাবিবুল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ও এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট এবিএম ফজলুর রহমান, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হারুন অর রশিদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দ্যা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বার্তা সংস্থা আইএনএস’র প্রধান সম্পাদক হাসান আলী, স্থানীয় দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দৈনিক পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী জয়, দৈনিক আমাদের অর্থনীতির মিজান তানজিল প্রমুখ। 

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ পাবনা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাবনা মানব কল্যাণ ট্রাস্টের প্রায় দুই শতাধিক এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সেখানে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সিংগা এলাকা প্রদক্ষিণ শেষে ওই ট্রাস্টের গিয়ে শেষ হয়। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর