বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা তাদের শীর্ষ ২০ জন ব্যবসায়িক অংশীদারকে পুরস্কৃত করেছে। বুধবার (২১ মে) রাজধানীর এক হোটেলে আয়োজন করা হয় ‘টপ বিজনেস পার্টনার্স অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি ২০২৫’।
অনুষ্ঠানে এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ, হেড অব সেলস, হেড অব অ্যাডমিন ও এয়ারলাইন সিকিউরিটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে সিইও ইমরান আসিফ বলেন, "আমাদের ব্যবসায়িক অংশীদাররা এয়ার এ্যাস্ট্রা পরিবারের অমূল্য অংশ। তাদের কৌশলগত সহযোগিতা ও দৃঢ় প্রতিশ্রুতি আমাদের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। এই পুরস্কার তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতার প্রতীক।"
অনুষ্ঠানে শীর্ষ ২০ জন পার্টনারকে ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের অনুকরণীয় পারফরম্যান্স এবং এয়ার এ্যাস্ট্রার কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়।
এটি শুধু পুরস্কার বিতরণ নয়, বরং অংশীদারিত্ব জোরদার ও ভবিষ্যতের নেটওয়ার্কিং প্রসারেও ভূমিকা রাখে।
বিডি প্রতিদিন/আশিক