ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। সরকারি আজিজুল হক কলেজের ক্যাম্পাসসহ শহরের বেশ কয়েকটি জায়গায় গাছ লাগিয়েছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, কড়ই, বাসক, নিম, অর্জুন, মেহগনি, কৃষ্ণচূড়া মিলিয়ে দুই শতাধিক গাছ লাগানো হয়েছে। সরকারি আজিজুল হক কলেজের ছাত্র মৃদুল হোসেন বলেন, নিহতদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপন কর্মসূচিকে সাধুবাদ জানাই। গাছ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের বীর শহীদেরা প্রকৃতির মাঝে এবং আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন বলেন, বসুন্ধরা শুভসংঘ সারাদেশেই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এতে উপস্থিত ছিলেন রায়হান সিদ্দিকী সজল, হারুনর রশীদ, সিয়াম, নিশাত, সাম্য, কামরুল, সিফাতসহ অন্যান্য শুভার্থী।
বিডি প্রতিদিন/হিমেল