জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে শহীদ এবং আহতদের স্মরণে 'জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা' শিরোনামে ছোটগল্প লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আরবি আক্তার, সাংগঠনিক সম্পাদক রূহানী খাতুন, কোষাধক্ষ্য আব্দুল মোমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাছিফুর রহমান, আশরাফুল ইসলাম, জনি, আজিজুল হাকিম, হাবিবুল্লাহ রোহান, হাবিবা, বুশরা, ঋতু, নুসরাত ঐশী, বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সদস্য সাহিদা, গভ. কলেজ অফ এপ্লাইড হিউম্যান সাইন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানাসহ আরও অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। দেশের প্রয়োজনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা তরুণ সমাজকে প্রবলভাবে উদ্দীপ্ত করেছে। আমরা তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা হবে আস্থার বাতিঘর। আমরা তাদের আত্মত্যাগকে বারবার স্মরণ করার জন্যই আমরা আজকের ছোটগল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছি। আশা করি এসব আয়োজন সকল স্তরের মানুষদের অনুপ্রাণিত করবে।
বিডি প্রতিদিন/হিমেল