নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় স্কুল শিক্ষার্থীদের মাঝে গণসংযোগ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শহরের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ড. করুণাময় গোস্বামী মিলনায়তনে এই গণসংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজন শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার প্রদান করা হয়। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত হওয়া অতিথিরা এই আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কাইয়ুম, সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল ও নিউজ টুয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন।
বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন শুভসংঘের পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম রাসেল ও দীপ বাপ্পি, প্রকাশনা সম্পাদক কবি আল মনির, সদস্য ফয়সাল আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ ও কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু।
বিডি প্রতিদিন/হিমেল