জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে 'জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা' শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আন্দোলনে নিজের অভিজ্ঞতা সাহিত্যের ভাষায় বর্ণনা করতে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির আনন্দ মোহন কলেজ শাখা।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসের সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম স্থান অর্জন করেন স্নাতক ১ম বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী স্বচ্ছ দে, দ্বিতীয় হন দ্বাদশ শ্রেণীর হুমায়ূন কবির অপু ও স্নাতক ১ম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাইসারা সুলতানা মৈত্রী তৃতীয় স্থান অর্জন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহ-সভাপতি সাদমান আল সাকিব, সানাউল্লাহ হক স্বাধীন, জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক টিটু, সহ সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান তানভীর, সানভীর আহমেদ সোহান, মোসাব্বির সৌরভ, আইন বিষয়ক সম্পাদক মোছা. তায়্যিবা আক্তার, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সিফাতুন নাহার জাফরিন, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক সানজিদা আক্তার নিলা, সহ নারী বিষয়ক সম্পাদক দেবস্মিতা সরকার বন্যা ও কার্যকারী সদস্য পূর্ণতা পাল।
বিডি প্রতিদিন/মুসা