দিনাজপুরের চিরিরবন্দরে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে শিক্ষা উপকরণ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ছোট বাউল মাস্টার পাড়ার ৩৫ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর শাখা। শিক্ষা উপকরণ মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, ইরেজার ও পেন্সিল কাটা মেশিন।
বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মোস্তাকিম আল হাসনাত বলেন, 'এই ছোট সোনামণিদের লেখাপড়ার আগ্রহ বাড়াতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এই উপকরণ দিয়েছি। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমরা করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, তালবীজ বপন, বৃক্ষরোপণ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, কৃষকদের মাঝে শাক সবজি বীজ বিতরণ করেছি।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়ার সরকার বলেন, আমাদের এই ধরনের কাজগুলো অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ইবতোদায়ী শিক্ষক প্রিভেল শাহ্, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, প্রচার সম্পাদক নূর আলম, কার্যকরী সদস্য ডালিম রায়, সিরাজুল ইসলাম, শামীম ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা