আন্তর্জাতিক সংক্রমণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে এ আয়োজন করা হয়।
সভার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সংক্রমণ প্রতিরোধে গুরুত্ব সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করা ও সংক্রমণ প্রতিরোধে কার্যকর উপায়গুলো তুলে ধরা।
এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, তানিয়া আক্তার, বিথি আক্তার, বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য রুফাইদা আক্তার, রাফিয়া তাসনিম, ফৌজিয়া ফায়সাল ফ্লোরা, উম্মে রায়হান তাহেরা, মোসা. বনি আক্তার কথা, স্বপ্না আক্তার সুমাইয়া, নাবিহা নাওয়াল, রিফাহ্ নানজিবা আবিকা, ওয়ালি উল্লাহ খান, সাকিব সাদমান তাহসিন, নাজমুল হাসান মারুফ, সজিবুল ইসলাম মোহসিন।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানায়, 'সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিকভাবে হাত ধোয়া ও স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি। কোভিড-১৯ মহামারি আমাদের শিখিয়েছে সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।'
বিডি প্রতিদিন/মুসা