বরগুনার বেতাগী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া অভ্যাসকরণ কর্মসূচি পালন করা হয়েছে। এর মূল উদ্দেশ্যে হলো হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি।
মঙ্গলবার এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুইয়ে এর অভ্যাস করানো হয়।
এ সময় বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন খান বলেন, বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি এবং উদ্বুদ্ধকরণের জন্য এটি একটি প্রচারণামূলক আয়োজন। শিক্ষার্থীদের সচেতনতায় পরিবারের অন্য সদস্যরাও এটি শিখতে পারবে।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী বলেন, স্বাস্থ্য সচেতনতায় মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ে নজর দেওয়া এবং সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে।
এ সময় বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির মো. সোয়াইবুর রহমান, সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক মো. আল মামুন, ফাইজুর রহমান, সাবিনা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা, বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান, বিদ্যালয়ের স্টাফ স্বপন কুমার সিকদার, আবব্দু আজিজ ও রিনা রানী উপস্থিত ছিলেন।
শুভসংঘের বিদ্যালয় শাখার রাকিব, ক্রীড়া সম্পাদক বর্ন হাওলাদার ও ছাত্রবিষয়ক সম্পাদিকা তাইয়্যেবা ইসলাম তুলিও এতে অংশ নেয়।
বিডি প্রতিদিন/কেএ