'ঝুঁকি নিয়ে সময় না বাঁচাই, সুস্থভাবে পরিবারের কাছে ফিরে যাই' প্রতিপাদ্যে নিরাপদ সড়ক দিবস পালন করছে বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখা। যানবাহনের চালক ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে জেলা শহরের সাতমাথা, শেরপুর রোড, জজ কোর্ট ও জেলখানা মোড়সহ বিভিন্ন এলাকায় রাস্তায় লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট পেয়ে রিকশাচালক বুলু মিয়া বলেন, 'রাস্তার এতো নিয়মকানুন জানা ছিল না। আজকে লিফলেট পেয়ে অনেক কিছু জানতে পেরেছি। এনে থেকে নিয়ম মেনে রিকশা চালাবো।'
আরেক চালক সানাউল্লাহ বলনে, 'এই লিফলেটটি সারাক্ষণ কাছে রাখব। আর সবাইকে সচেতন করব।'
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, ট্র্যাফিক সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল, সমাজসেবক হেলাল উদ্দিন, সিয়াম, সাদমান, জান্নাতুল, সাজিদ, সাকিব, আবির, নাজমুল প্রমুখ।
এ বিষয়ে ট্র্যাফিক সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল বলেন, 'বসুন্ধরা শুভসংঘ আজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব অর্থবহ করে তুললো। ভবিষ্যতেও তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশা করছি।'
উল্লেখ্য, ২০১৭ সালের ২২ অক্টোবর থেকে জাতীয়ভাবে দিবসটি পালতি হয়ে আসছে। প্রতিবছর দিবসটি উপলক্ষ্যে সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।