উপমহাদেশের সঙ্গীত কিংবদন্তী মান্না দে’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘যদি কাগজে লেখ নাম’ শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। কেন্দ্রীয় শুভসংঘের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে সাংস্কৃতিক সংগঠন সুরবাণী সংসদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় একদিকে মান্না দে’র জনপ্রিয় গান পরিবেশন করা হয়। পাশাপাশি সংস্কৃতি এবং সঙ্গীতবোদ্ধাদের আলোচনা অনেকদিন পর সাংস্কৃতিক অঙ্গণে ভালো লাগার ভিন্ন আবহ সৃষ্টি করে।
বাচিক শিল্পী শিরিণ আকতারের সঞ্চালনায় শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা মূল আলোচক ছিলেন। আলোচনায় মান্না দে’র গান, বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন নাট্যকর্মী আরিফুল ইসলাম বাবু, জুলফিকার চঞ্চল, সংস্কৃতি সংগঠক মিতা হাসান ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।
মান্না দে'র জনপ্রিয় গানে মঞ্চ মাতান প্রবীণ শিল্পী শাহ মশিউর রহমান, চুণি ইসলাম ও লায়লা তাজনুর সাউদি। তবলা ও কী বোর্ডে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত এবং এস এম স্বাধীন।
শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব জানান, মান্না দে’র মৃত্যুবার্ষিকীর এই অনুষ্ঠান নিয়ে বড় ধরণের প্রচারণা না হলেও স্বতস্ফূর্তভাবে অংশ নেন দর্শক শ্রোতারা।
সমগ্র অনুষ্ঠান সমন্বয় করেন আহসানিয়া স্নিগ্ধা, আহসান আজিম প্রধান নাইম, লিজা সরকার, রুবায়া সরকার, হৃদয় সরকার, অয়ন দাশ, ইয়াসীর আরাফাত, রাফিয়া রশিদ, তাসনীম নিশাত সুবাহ, আলাদীন আলিফসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল