‘পলিথিন বর্জন করি, দূষণমুক্ত দেশ গড়ি’— স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং এর ব্যবহার বন্ধে করণীয় বিষয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় পলিথিনের ব্যবহারে পরিবেশ ও জীববৈচিত্র্যের নানা ক্ষতিকর বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সেই সঙ্গে পলিথিনের ব্যবহার বন্ধেরও পরামর্শ দেন তারা।
এতে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সমন্বয়ক এম সোহেল।
বক্তব্য রাখেন রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন নেসার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) সমন্বয়ক মোহসীন তালুকদার, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া রানী দাস, এনামুল হক, মানস কুমার শিকদার, শিল্পী বেগম ও বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক ঝিলাম তাওহিদ।
এর আগে, আধা ঘণ্টা ধরে পলিথিনের দূষণ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আয়শা সিদ্দিকা জিনিয়া। দ্বিতীয় স্থান অর্জন করে রোদেলা ত্বাহা ও তৃতীয় স্থান অর্জন করে মাইনুল ইসলাম। অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/ইই