মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে শিক্ষা উপকরণ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখা।
আজ শুক্রবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার খাদিজাতুল কুব্রা (রা.) মহিলা মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা।
বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন বলেন, ‘উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা, সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক সেমিনার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ আলী জাপান বলেন, ‘লেখাপড়ায় উৎসাহ যোগাতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এর আগেও বেশকিছু স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছি। এছাড়া, আমাদের উপজেলায় করোনার সময় অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, তালবীজ বপন, বৃক্ষরোপণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, কৃষকদের মাঝে শাক সবজির বীজ বিতরণসহ সমাজে অনেক ভালো কাজ করেছি। মানুষের এসব উপকার করতে পেরে আমরা শুভসংঘের বন্ধুরা আনন্দিত।’
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইতেহাদ আজাদ দিহান প্রমুখ।
বিডি প্রতিনিধি/জুনাইদ