আজ ২ নভেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছায় রক্তদান ও চক্ষুদান দিবস। “রক্ত দিন, জীবন বাচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রক্ত দানে মানুষ কে উদ্বুদ্ধ করতেই এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছায় রক্তদান ও চক্ষুদান দিবস উপলক্ষে আজ (২ নভেম্বর, ২৪) শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার পুরাতন মানিকদান গ্রামের আশ্রায়ন প্রকল্প ও স্থানীয় এতিমখানা মাদ্রাসার প্রায় ২০০ শতাধিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়।
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কার্য়ক্রমের শুভ উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সুজন দাস। পুরাতন মানিকদাহ গ্রামের আশ্রায়ন প্রকল্পে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন কালে তিনি বলেন, প্রতিটি মানুষকেই নিজের রক্তের গ্রুপ জানা অতীব জরুরি। কিন্তু টাকার অভাবে যেসব পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিজেদের রক্তের গ্রুপ জানেন না তাদের জন্য বসুন্ধরা গ্রুপের এই মহতী উদ্দ্যোগ কে আমরা শুভসংঘ থেকে অভিবাদন জানাই।
ব্লাড গ্রুপিং কার্য়ক্রম পরিচালনা করেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ এর শিক্ষার্থী রাজীব কুমার সাহা, রাজ জয়ধর, প্রীতম দাস, অভিজিৎ দাস, প্রান্ত পাল।
মেডিকেল শিক্ষার্থী রাজীব কুমার সাহা আশ্রায়ন প্রকল্পে উপস্থিত সাধারণ জনগন কে রক্তদানের বিষয়ে সচেতন করেন এবং নিয়মিত রক্তদানে তাদের উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, রক্তদান ভয়ের কিছু নয়, নিজের ব্লাড গ্রুপিং জানা থাকলে নির্দিষ্ট সময় পর পর রক্তদান করলে উচ্চ রক্ত চাপের ঝুকি কম থাকে।”
ব্লাড গ্রুপিং করতে আসা শিক্ষার্থী মাবিয়া আক্তার (৯) বলেন, আব্বা রিক্সা চালায়, ইস্কুলেরতে (স্কুল) রক্ত পরীক্ষা করতে কইছিলি কিন্তু আব্বা টাহা (টাকা) দেয় নাই তাই জানতাম না রক্তের নাম কি। আইজ জানলাম আমার রক্তের নাম এ পজেটিভ, অনেক ভালা লাগতেছে আইজ(আজ)।”
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তূর্জ রহমান,সমাজসেবা সম্পাদক অয়ন সাহা, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মুজাহিদুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক তমাল বোস, প্রচার সম্পাদক সামিউল আলম সহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/আশিক