বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিবেশ রক্ষায় পলিথিন বর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার বগুড়া জেলা শুভসংঘের উদ্যোগে শহরের মালতি নগরে অবস্থিত কলেজটিতে এর আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নেন কলেজের শিক্ষার্থী সাদিয়া খাতুন, মহিমা খাতুন, নাতাশা আলম, লিজা আক্তার, তাসলিমা রহমান, কারিমা তাবাসসুমসহ অনেকে।
শিক্ষার্থী তাসলিমা রহমান বলেন, দৈনন্দিন জীবনযাপনে পলিথিন আমাদের প্রয়োজনীয়। তবে, এর যত্রতত্র ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর।
নাতাশা আলম বলেন, পলিথিন যেহেতু মাটিতে পচে না, তাই যেখানে সেখানে পলিথিন না ফেলার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
অনন্যা আক্তার বলেন, পলিথিন নিষিদ্ধ হওয়ায় আমাদের পরিবেশ অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
কলেজ শিক্ষক হরিপদ রায় বলেন, আগামী প্রজন্মের জন্য পলিথিনমুক্ত পরিবেশ আমাদের জন্য খুবই প্রয়োজন।
কলেজের অধ্যক্ষ মো. মোকাব্বর হোসেন বলেন, পলিথিন যেহেতু মাটিতে পচে না, তাই এটি মাটির উর্বরতা নষ্ট করে দেয়। এছাড়া, মাটির গঠনে বাধা সৃষ্টি করে। এতে করে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা থাকে। এজন্য আমাদের পলিথিন বর্জনের অঙ্গীকার করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মো. রশীদুল ইসলাম, শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহ-সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, সিয়াম, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম ও মিনা ইসলামসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/ইই