জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য আর আনন্দ- এই পঞ্চব্রত নিয়েই ব্রতচারীদের কাজ। ব্রতচারী শুধু নৃত্য-গীতের চর্চা করে না। শ্রমসাধ্য কাজে যুক্ত হয়ে সমাজ সেবায়ও নিয়োজিত হয়। তাই সমাজে ব্রতচারী চর্চা বাড়ানো দরকার।
এই উদ্দেশ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সম্প্রতি বারেকটিলা শুভসংঘ স্কুলে ব্রতচারী প্রশিক্ষণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৫০ জন শিশু এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। ব্রতচারী এই প্রশিক্ষণটি পরিচালনা করেন বিমান তালুকদার। বিদ্যালয়ের ছাত্রী সিলভা সাংমা ও রাকিবা ইসলাম প্রশিক্ষণে অংশ নিয়ে জানায়, ব্রতচারী অনুশীলন করতে অনেক ভালো লেগেছে। তারা নিয়মিত ব্রতচারী চর্চা করতে চায়।
শিশুরা এই প্রশিক্ষণটি আনন্দের সাথে গ্রহণ করেন। ব্রতচারী নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ও শিক্ষকরা। সভায় কথা বলেন ব্রতচারী প্রশিক্ষক বিমান তালুকদার, পৃথিকা নকরেক, রেক্সিনা নকরেক ও বুসন্ধরা শুভসংঘ তাহিরপুর শাখার উপদেষ্টা গোলাম সরোয়ার লিটন।
বসুন্ধরা শুভসংঘ তাহিরপুর শাখার সভাপতি শেখর রায় বলেন, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে আমরা কাজ করে থাকি।
বিদ্যালয়ে শিশু বরণের সিদ্ধান্ত
স্কুলে নতুন বছরে নতুন ভর্তিকৃত শিশুদের আনুষ্ঠানিকভাবে বরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষক-অভিভাবকদের সভায় এ সিদ্ধান্ত হয়।
সমতল ভূমি থেকে প্রায় ৪শ ফুট উঁচু বারেকটিলায় ৫শ পরিবারে ২৫০০ জন লোক বসবাস করে। টিলার আড়াই বর্গকিলোমিটার এলাকায় কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বর্তমানে বসুন্ধরা শুভসংঘ স্কুলে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ১১০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। কিন্তু বিদ্যালয়টিতে দিন দিন ছাত্রছাত্রী বাড়ছে। তাই নতুন বেঞ্চ ও কক্ষের জন্য উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। মহান বিজয় দিবসকে সামনে রেখে ২০২৪ সালের ৩৬ জুলাই অভ্যুত্থানের চেতনায় একটি দেয়ালিকা প্রকাশেরও সিদ্ধান্ত হয়।
বারেকটিলা বসুন্ধরা শুভসংঘ প্রধান শিক্ষক হিসেবে কর্মরত পৃথিকা নকরেক বলেন, বিদ্যালয়ে ভর্তি হতে প্রচুর নতুন ছাত্রছাত্রী আসে। কিন্তু সবাইকে আমরা ভর্তি করতে পারি না।
বিডিপ্রতিদিন/কবিরুল