উখিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গনে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সদস্যরা।
‘শুভ কাজে সবার পাশে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এসময় শহীদ মিনারেত পাশের অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করেন শুভসংঘের সদস্যরা। এসময় বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল, অর্থ সম্পাদক নূর ইফাজ জারিফ উপস্থিত ছিলেন।
সদস্যদের মধ্যে আহনাফ উল ইসলাম হামিম, তানসির বিন আহমদ তাওসিফ, অর্নথ বড়ুয়া দিপ্ত, রওনক আজাদ তাউসিফ, ইব্রাহিম মোবারক, তামিম সরওয়ার আকিল, নাদিয়া নওসিন, রুপকথা সেন, জয়ন্তী রুদ্রসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক রবিউল হাসান শিমুল বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমাদের এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তরুণ প্রজন্মকে সচেতন করে তাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।
তারা জানান, সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু থেকে উপজেলাবাসীকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ