রাজধানীর ঢাকা কলেজের পাশেই নায়েমের গলির দেয়াল ঘেঁষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে মানবতার দেয়াল। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি ইকবাল হোসেন শিহাব, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর, সদস্য আজিজ মাহমুদ, শোভন, রিফাতসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মানবতার দেয়ালে লেখা রয়েছে, 'আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে যান। আবার অপর পাশে লেখা রয়েছে, আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান।'
এ প্রসঙ্গে সংগঠনের ঢাকা কলেজ শাখার সভাপতি শিহাব উদ্দিন বলেন, 'সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখে থকি মানবতার দেয়াল। সেটা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি যে আমাদেরও এমন কিছু করা উচিত। তারই প্রেক্ষিতে আজকে আমরা এটি তৈরি করলাম।'
সাধারণ সম্পাদক তৌহিদ উদ্দিন বলেন, 'আমাদের চারপাশে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা শুধু সরকারই যে সমাধান করবে এমনটি প্রত্যাশা করা উচিত নয়। ছোটখাটো যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেগুলো সমাধানে আমাদের নিজ উদ্যোগে এগিয়ে আসা উচিত।'
সদস্য আজিজুল হক আজিজ জানান , 'এরকম ছোট ছোট মহৎ কাজে আমরা তরুণরা যদি এগিয়ে আসি তাহলে, দেশ ও জাতির মনোবল বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আমি আশাবাদী এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণসমাজ।'
বিডি প্রতিদিন/এমএস