আপনি একজন মানুষকে প্রথমে মানুষ হিসেবে বিবেচনা করুন। অতঃপর তার জাত, ধর্ম এবং দেশ বিবেচনা করুন। যদি মানুষ হিসেবে কিছু করতে চাই, তবে কেবল আমাদের হৃদয় খুলে মানুষকে সাহায্য করতে হবে। যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করেন না, সেই ব্যক্তি মানবতার দিক থেকে দরিদ্র।
কারণ মানুষ প্রতিটি ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে। মানুষ হয়ে জন্ম নিয়ে মনুষ্যত্বের গুণে আলোকিত হয়ে আছেন বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান। তার প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ‘দেশ ও মানুষের কল্যাণে’ স্লোগান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের অতিদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে ‘বসুন্ধরা শুভসংঘ’।
সামাজিক ও মানবিক পরিবর্তনের জন্য ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নেতৃত্বে সারা দেশে দরিদ্র অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কাজ করছে দেশসেরা এই সামাজিক সংগঠনটি। বসুন্ধরা গ্রুপের সহায়তায় অভাবী পরিবারের প্রায় দুই হাজার নারীকে স্বাবলম্বী করেছে বসুন্ধরা শুভসংঘ। তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রথমে বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে।
তাদের অনেকেই এখন স্বাবলম্বী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রত্যন্ত অঞ্চলের ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোতে আলোকিত করতে ২০টি বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। দক্ষ চিকিৎসক তৈরির জন্য দরিদ্র পরিবারের মেডিক্যালে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ইতিহাস তৈরি করেছে বসুন্ধরা শুভসংঘ। সারা বছরই বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে এই সংগঠনটি।
দেশের পরিবেশ একটি ব্লাড ব্যাংকের মতো হওয়া উচিত, যেখানে কোনো জাত নেই, ধর্ম নেই, শুধু মানুষ আর মানবতা। বসুন্ধরা শুভসংঘ সেই মানবতার কাজ করছে।