আর্থিকভাবে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দেশে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। দেশে দারিদ্র্য বিমোচনের জন্য দরকার কর্মসংস্থান। বসুন্ধরা গ্রুপ মাদারীপুরের অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ায় তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। আপামর জনসাধারণ ও নানা শ্রেণি-পেশার মানুষের কল্যাণে তারা যেভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যি প্রশংসার দাবিদার। অনেক দরিদ্র ও দুর্গম এলাকায় ছেলেমেয়েদের লেখাপড়ার কোনো ব্যবস্থা ছিল না। বসুন্ধরা গ্রুপ ওই সব শিশুর জন্য স্কুল করে দিয়েছে।
এখন তারা লেখাপড়া করতে পারছে। পাশাপশি নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এরই মধ্যে তারা মাদারীপুর সদর উপজেলার অসচ্ছল, অসহায় শিক্ষার্থী, স্বামী পরিত্যক্তা ও বিধবা ২০ নারীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়েছে। এখন তারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন।
গত বছরও একইভাবে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার ৫০ নারীকে প্রশিক্ষণ দিয়ে বিনা মূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ, যা দিয়ে এখন তারা উপার্জন করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। শীত মৌসুমে চার উপজেলায় শীতার্তদের মাঝে চার হাজার কম্বল বিতরণ করেছে। ২০২০ সালে করোনা মহামারির সময় বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে গেছে। দরিদ্র মানুষের কর্মসংস্থান ও সব ধরনের ভালো কাজে আমি বসুন্ধরা শুভসংঘের সঙ্গে থাকব। বসুন্ধরা গ্রুপ সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।