শিশিরভেজা শীতের সকালে গ্রামের মেঠোপথ ধরে স্কুলে আসা শিক্ষার্থীরা নতুন বই পেয়ে এক অনন্য আনন্দে মেতে উঠেছে। ঝকঝকে নতুন বইয়ের পাতা ও মলাট যেন তাদের মনের জানালায় স্বপ্নের রঙিন আলো ছড়িয়ে দিয়েছে। বিদ্যলয়ে পা রাখার পর শিক্ষকদের হাসিমুখ, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর নতুন বই পাওয়ার আনন্দ শিশুদের মনে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করেছে।
আজ রবিবার (৫ জানুয়ারি) সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাকড়াইয়ে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গন।
অনুষ্ঠানে শুভসংঘ স্কুলের সমন্বয়ক সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির কোষাধক্ষ্য আলহাজ্ব মোহাম্মদ আলী। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় ও দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামুল্যে পাঠদান শিক্ষার্থীদের ভবিষৎ ও সুশিক্ষিত জাতি গঠনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।
শুভসংভ স্কুলের সমন্বয়ক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসই আমাদের কাজের সফলতার প্রমাণ। নতুর বই শিশুদের মেধা বিকাশের পথ আলোকিত করবে। এভাবে তাদের জীবনে শিক্ষা ও স্বপ্নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিডি প্রতিদিন/আশিক