শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলার উপকূলীয় অঞ্চল সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিশুদের পানিতে পড়ার ঝুঁকি এবং প্রতিরোধে পরিবারের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার শেষে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালীর সভাপতি মো. আব্দুল বারী বাবলু এবং সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন ও আমাদের সময় পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি সাংবাদিক আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা শিশুদের পানিতে পড়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার পরামর্শ দেন।
প্রধান অতিথি মো. সালেহ উদ্দিন বলেন, "শিশুদের পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে। যদি কোনো শিশু পানিতে পড়ে যায়, তাৎক্ষণিকভাবে তাকে মাথা নিচে রেখে উঁচু করে ধরে পানি বের করার চেষ্টা করতে হবে। পাশাপাশি, পরিত্যক্ত পুকুর ও জলাশয় নিরাপদ করতে হবে।"
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি মো. আব্দুল বারী বাবলু বলেন, "২০২৪ সালে শুধুমাত্র সুবর্ণচরে ৩১ জন শিশু পানিতে ডুবে মারা গেছে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে না পারলে এ সংখ্যা প্রতিবছর বাড়বে। তাই অভিভাবকদের পাশাপাশি সকলকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে।"
বিডি প্রতিদিন/আশিক