কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করার দাবি জানিয়ে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন কৃষকের সন্তান হিসেবে আমাদের আজ এই কর্মসূচি। কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। মাঠজুড়ে এখন সোনালী ফসলের ঘ্রাণ। অথচ কৃষকের মন ভালো নেই। কারণ তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এক মণ ধান তাদেরকে বিক্রি করতে হচ্ছে ৫শ টাকায়। অথচ ধান কাটার শ্রমিকদেরই দিতে হচ্ছে ৮শ থেকে ৯শ টাকা। প্রতি মণ ধানে তাদের লোকসান হচ্ছে ৩শ থেকে ৪শ টাকা। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ধান কেনার জন্য। আমদানি নির্ভরতা বন্ধ করে কৃষকদের ন্যায্য মূল্য ও যথাযথ সম্মান প্রদর্শনের জন্য।’
৪৫তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ‘কৃষি প্রধান দেশের কৃষকের চোখে আজ পানি। কৃষক ন্যায্য মূল্য না পেয়ে তার ধানে আগুন ধরিয়ে দিচ্ছে। বিপুল পরিমাণ টাকা লোকসানে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। ফলে পরিবার নিয়ে করতে হচ্ছে অসহায় জীবন যাপন। অথচ তারা আমাদের অন্নের জোগানদাতা। তারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। দেশ ভালো থাকবে। যারা ক্ষমতায় থাকে তারা কখনোই কৃষকদের নিয়ে ভাবে না। আমরা চাই সরকার সুষ্ঠু নীতিমালা করে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনতে ব্যবসায়ীদের বাধ্য করুক।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম