রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে আন্দোলনে নামেন তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিয়েও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে গণহারে ফেল করেছেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, সিজিপিএ ২.০০-এর কম পেলে পরবর্তী বর্ষে শিক্ষার্থীকে উন্নীত করা হয় না। কিন্তু কোনো রকম নোটিশ ছাড়া হঠাৎ এই নিয়ম কার্যকর করায় বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ম কার্যকরের ফলে অনেক শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না।
বিডি প্রতিদিন/১৬ জুলাই, ২০১৯/আরাফাত