বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং বুয়েট ক্যাম্পাসে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের দাবিতে বুয়েট ক্যাম্পাসে একটি মৌন মিছিল করে বুয়েট তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মৌন মিছিল শেষে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা সমাবেশে বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ শফিকুল ইসলাম আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং বুয়েট ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা