বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শোক র্যালি করছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি ঢাবির মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে বুয়েট অভিমুখে যায়।
র্যালিতে আবরার হত্যার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন।
শোক র্যালিতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, রবিবার দিবাগত গভীর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ বুয়েটের শেরে-বাংলা হল থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন