ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে পালনের ঘোষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালী জাতির মুক্তির সনদ, ঐতিহাসিক দলিল। এ দিনটি জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে অনুমোদন পাওয়ায় ৭ই মার্চের গুরুত্ব আরও বাড়লো এবং এ সর্ম্পকে বিশেষ করে নতুন প্রজন্ম আরও জানার সুযোগ পাবে। তিনি এই দিবস, তার প্রেক্ষাপট ও তাৎপর্যের বিষয় শিক্ষাস্তরের বিভিন্ন পর্যায়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করারও দাবি জানান। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
খুবি উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা ঘটে। সাড়ে সাত কোটি বাঙালী ওই মুহূর্তে তাদের অন্তরে যে আবেগ ও স্বপ্ন ধারণ করছিলো, তারই প্রকাশ ঘটে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের শেষ বাক্যে। ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে প্রধানমন্ত্রী দেশ ও জাতির আরেকটি দীর্ঘ প্রত্যাশা ও আকাঙ্খা পূরণ করলেন।
বিডি প্রতিদিন/হিমেল