২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে হবে এবং কিভাবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে যতই দিন যাচ্ছে ততো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে এবারের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা।
তবে আগামী ২৭ তারিখে অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আলিম।
তিনি জানান, আগামী ২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেই বিষয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। সেখান থেকেই জানা যাবে কবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেব।
বিডি প্রতিদিন/হিমেল