স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালের ৫ জানুয়ারি যাত্রা শুরু করে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ-এর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের স্বনামধন্য স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ, উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী, রেজিস্টার, ট্রেজারার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর