৬ জানুয়ারি, ২০২১ ১৯:২১

২০২১ সালে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করবে ইশিখন

অনলাইন ডেস্ক

২০২১ সালে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করবে ইশিখন

ইশিখনের ক্লাসে অংশগ্রহণকারীরা। পুরনো ছবি।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ঘরে বসেই সবাই অনলাইনের মাধ্যমে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের চলছে অনলাইন ক্লাস। তারই ধারাবাহিকতায় ইশিখনডটকম বিগত ৬ মাসে পাঁচ হাজারের বেশি বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করেছে।

কম্পিউটার, আইটি, ফ্রিল্যান্সিংসহ স্কিল ডেভেলপমেন্টের ওপর ইশিখনের রয়েছে ৩০টিরও বেশি কোর্স। করোনায় সবাইকে সুযোগ করে দিতে নতুন বছরে দেশের শীর্ষ সব প্রশিক্ষকদের কোর্সগুলো খুব অল্প টাকায় অংশগ্রহণের সুযোগ থাকছে বলে জানিয়েছে ইশিখন।

প্রতিটি কোর্সের মেয়াদ ৩ থেকে ৬ মাস। সফলভাবে কোর্স শেষ করা শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট, বৃত্তি, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ থাকছে।

যাদের কম্পিউটার কিংবা ইন্টারনেট নেই, তাদের ইশিখন ডিভিডি কিংবা ভিডিও কোর্স ডাউনলোড করেও শেখার সুযোগ রয়েছে। নতুন বছরে ডিভিডি ডাউনলোডের মাধ্যেমে অত্যন্ত স্বল্প মূল্যে কোর্সসমূহ শেখার সুযোগ থাকছে।

ইশিখন ডিভিডিগুলোতে এ টু জেট ক্লাস আকারে রয়েছে। ডিভিডি আকারের লিংকগুলো নামমাত্র টাকায় পাওয়া যাচ্ছে।বিস্তারিত: https://eshikhon.com/hny

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইব্রাহিম আকবর বলেন, ২০২১ সালে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করবে ইশিখন। আমরা গত ৫ বছর ধরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সারা দেশে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে করোনার কারণে ঘরে বসেই আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। যারা অনলাইনে লাইভ ক্লাস করতে পারবেন না, তারা অত্যন্ত স্বল্প মূল্যে কোর্সসমূহের ডিভিডি ক্রয় করেও শিখতে পারবেন।

বিস্তারিত: https://eshikhon.com/pro-offer

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর