ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সদ্য সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান ইংরেজি বিভাগে যোগদান করেছেন। বিভাগে যোগদান উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সেমিনার কক্ষে বেলা ১১টায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অধ্যাপক ড. এম. শাহিনুর রহমানকে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এসময় তাকে বিভাগের পক্ষ থেকে উত্তরীয় পরানো হয়। এরপর শিক্ষার্থীরা সম্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান। তাকে এ সংবর্ধনা প্রদান করায় তিনি ইংরেজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মাদ সালমা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড. মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম রুহুল কুদ্দুস সালেহ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন,পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করে।
প্রসঙ্গত, আজ সকালে অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত পর পর দুই মেয়াদ সাফল্যের সাথে পূর্ণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর