পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল নয়টা থেকে নিউমার্কেট-সায়েন্স ল্যাব রাস্তায় অবস্থান নিয়ে এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সরকারি সাত কলেজের চলমান পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা স্থগিতে কর্তৃপক্ষের ঘোষণার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে তারা।
আন্দোলনকারীদের দাবি, তাদের চলমান পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা অতি দ্রুত না নিলে রাজপথ ছাড়বেন না।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় স্থগিতের ঘোষণা আসার পরপর রাস্তায় নেমে আসে তারা। পরে রাত দশটার দিকে আবারও অবস্থানের কর্মসূচি দিয়ে চলে যায় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও কলেজগুলোর অধ্যক্ষদের এক সভা থেকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন