ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষা চলবে।
আজ বুধবার সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানে সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো নেওয়া হবে। তবে এ সময় আবাসিক ছাত্রাবাস খোলা হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর