রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনে উপাচার্য সমর্থিত প্যানেলের ভরাডুবি ঘটেছে। নির্বাচনে ২১টি পদের মধ্যে আহ্বায়কসহ মাত্র ৫টি পদ পেয়েছে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সমর্থিত প্যানেল। বাকি ১৬টি পদে নির্বাচিত হয়েছে উপাচার্যবিরোধী প্যানেল থেকে।
বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এই নির্বাচন হয়। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সদ্যবিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক মুজিবুর রহমান।
নির্বাচন ও ফল গণনা শেষে সন্ধ্যা ৭টায় বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক মুজিবুর রহমান। তিনি জানান, ৩২৪ ভোট পেয়ে নির্বাচনে আহ্বায়ক পদে জয়লাভ করেছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। আর সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ (লিটন), ড. জাহানুর রহমান জাহান, ড. আবদুল্লাহ-আল মামুন ড. মো. শহীদুল্লাহ্, ড. মো. তারিকুল হাসান( মিলন), ড. প্রদীপ কুমার পাণ্ডে, সৈয়দ মুহাম্মদ আলী রেজা অপু, ড. আবুজাফর মুহাম্মদ তৌহিদুল ইসলাম, ড. মো. তাজুল ইসলাম, ড. এস.এম. একরাম উল্যাহ, ড. মো. মিজানুর রহমান-২ (মিজান), ড. নাসিমা আখতার, ড. শাহরিয়ার জামান (ববি), মাহমুদ হোসেন রিয়াজী, আবু নাসের মো. ওয়াহিদ(চন্দন), ড. মো. ওমর ফারুক সরকার, ড. এম শহিদুল আলম, ড. মো. আসাবুল হক, ড. আবুবকর মো. ইসমাইল ও ড.তানজিমা জোহরা হাবিব।
উল্লেখ্য, নির্বাচনে অংশগ্রহণ করে দুটি প্যানেল। যার মধ্যে একটি প্যানেল উপাচার্য সমর্থিত, অন্য প্যানেলটি ছিল উপাচার্যবিরোধী। ক্রমিক নং ০৪,০৯,১৪,১৯ উপাচার্য সমর্থিত প্যানেল হতে সদস্য নির্বাচিত হয়েছেন এবং অবশিষ্ট ১৬ জন উপাচার্যবিরোধী প্যানেল হতে সদস্য নির্বাচিত হন। নির্বাচনের মোট ভোটার ছিলেন ৬৮৮ জন। ভোট প্রয়োগ করেছেন ৬১৯ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ