সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সকল প্রার্থী জয়ী হয়েছেন।
সভাপতি পদে প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মো. বাশির উদ্দিন জয়লাভ করেছেন।
এছাড়া সহসভাপতি পদে প্রফেসর ড. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ এনামুল কবির, যুগ্ম সম্পাদক পদে প্রনজিত কুমার দাশ বিজয়ী হয়েছেন।
আর সদস্য পদে প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. সানজিদা পারভীন রিতু, পারসা সানজানা ও ঈশিতা দেব নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৬৯ জন ভোটারের মধ্যে ১৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর